রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন ধরে ক্যানসার-আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেওয়া বন্ধ রয়েছে। বিভাগের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের দেড় শতাধিক রোগী প্রতিদিন দূর-দূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন। আর যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের অনেকেই একটি থেরাপির জন্য ১৫ দিন ধরে হাসপাতালে পড়ে রয়েছেন। চিকিৎসকেরা বলছেন, যাঁদের একটি বাকি ছিল, এখন তাঁদের পাঁচটি দিতে হবে। রেডিওথেরাপি বিভাগ থেকে জানা গেছে, কোবালন্ট-৬০ যন্ত্রটি দিয়ে...

